প্রতিষ্ঠানের ইতিহাস

হযরত শাহজালাল ও শাহপরান (রঃ) এর স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ০২ নং বীরশ্রী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড এর অন্তর্ভূক্ত পূর্ব জামডহর গ্রামে কুশিয়ারী নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় অত্র বিদ্যালয়টি অবস্থিত। অত্র এলাকার কৃতি সন্তান এবং গুরুসদয় স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ কাজী আব্দুল খালিক মহোদয় নিজস্ব অর্থায়নে ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে প্রায় ৮০% দরিদ্র শিক্ষার্থী বিনা বেতনে লেখা পড়া করে আসতেছে। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে একটি স্কুল বাস চালু রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে দুইটি শাখা অর্থ্যাৎ বিজ্ঞান ও মানবিক শাখা চালু রয়েছে। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ মনোমুগ্ধকর এবং পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক।